রাজধানীর তিন থানায় পেশাদার ছিনতাইকারীসহ ৩৭ জন গ্রেপ্তার

রাজধানীর কোতোয়ালি, আদাবর ও মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ অভিযান চালিয়ে তিন থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. অপু (২৮), মো. আরিফ হোসেন (২০), মো. মাইন উদ্দিন (১৯), মো. শামীম (১৯), সাকিব শেখ (২১), সিফাত হাওলাদার (১৯), ইসমাইল (১৮), মো. রাজিব দেওয়ান (২২), মো. পারভেজ (১৯), মো. বাবলু (১৯), মো. রবেল (২০), ইব্রাহিম (২০), মো. রব্বি (২২), সাব্বির হাওলাদার (১৯), সাকিব হাসান (১৮), মো. আমিনুর (২০), মো. সিরাজুল ইসলাম (১৯), মো. শুভ আহম্মেদ (১৯), কৌশিক মজমুদার (২০), ফয়সাল (২৮), মো. মুন্না (২৩), শুভ ওরফে হৃদয় (২৪), মো. রিয়াজ (২০), মো. সোহাগ (১৮), মো. ইসমাইল হোসেন (২১), খোকন ফরাজি (৪৫), রাব্বি (২৪), আরমান (২৪), রাজু আহমেদ রুমান (২২), খোকন (৪৫), মুন্না মাসুম (২৫), সাদ্দাম (৩০), সানি (২৬), শুভ হাওলাদার, শাহজাহান, তানভির ও ১৬ বছর বয়সী এক কিশোর।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে পেশাদার ছিনতাইকারী ছাড়াও মাদক কারবারি ও বিভিন্ন অপরাধে জড়িতরা রয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *