রাঙ্গুনিয়া প্রতিনিধি: সুমন বড়ুয়া
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শীর্ষ মাদক সম্রাট আজিজুল হক শামীম ওরফে এ্যলেন শামীম আস্তানা করেছে আমাদের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড, পশ্চিম কোকানিয়া ছিড়াটিলা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছিড়াপাহাড় নামক একটি পাহাড়ে মাদক সম্রাট শামীম সেখানে তার দলবল নিয়ে অবস্থান করে বেশ কিছুদিন ধরে। আর সেখান থেকে সে তার মাদক ব্যবসা ও অস্ত্র পাচারের কাজ চালিয়ে যাচ্ছে। দিন দুপুরে প্রকাশ্য অস্ত্র নিয়ে চলাফেরা করে তারা। গভীর রাত পর্যন্ত চলে তাদের এই মাদকের কারবার। স্থানীয় মানুষেরা তার এইসব কর্মকান্ডে অনেক কষ্টের মধ্যে এই এলাকায় জীবন যাপন করছে। এমনকি স্থানীয়দের পুকুরের মাছ বিলের ধ্যান নিয়ে যায়।তার অত্যাচারে এই এলাকার মানুষ অনেক অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রশাসনকে মৌখিক অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাইনি বলে জানিয়েছেন তারা।
আমি স্থানীয়দের হয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এলাকায় এইসব মাদক কারবার এবং সন্ত্রাসী কর্মকান্ড থেকে স্থানীয়দের রক্ষা করার জন্য। যাতে করে আমাদের যুব সমাজকে এসব মাদকের ছোবলে গ্লাস করতে না পারে। আর শীর্ষ মাদক সম্রাট আজিজুল হক শামীম ওরফে অ্যালেন শামীমকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদানের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।