প্রতিনিধি: রাঙ্গুনিয়া
চট্টগ্রাম: রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ১০ নম্বর পদুয়া ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে মো. এনাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
দিবাগত রাতে আজিমপুর মহিষের বাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. এনাম ওই ইউনিয়নের আহমেদ মিয়ার ছেলে।
রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম বাংলানিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পদুয়া ইউনিয়নের আজিমপুর মহিষের বাম এলাকায় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওবাইদুল ইসলামসহ তিন পুলিশ সদস্য আহত হয়।
ঘটনাস্থল থেকে মো. কামাল নামের এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেফতার করেছিল পুলিশ।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জুন ১০, ২০২২এমআই/এসি/টিসি।