রংপুরের গঙ্গাচড়ায় সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘরে হামলা, দেশে সাম্প্রদায়িক সহিংসতা ও নৃশংস নির্যাতনের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করেছে কয়েকটি সংগঠন।
শনিবার দুপুরে শহরের গানাসাস মার্কেটের সামনে ডিবি রোডে নাগরিক সংগঠন জনউদ্যোগ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান কল্যাণ ফ্রন্ট, বাংলাদেশ মহিলা পরিষদ, উদীচী, সুজন-সুশাসনের জন্য নাগরিক, পিস ফ্যাসিলিলেটর গ্রুপ, বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন ও বাংলাদেশ রবিদাস ফোরাম যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে পরিবেশ আন্দোলন গাইবান্ধা শাখার সভাপতি ওয়াজিউর রহমান রাফেল বলেন, “জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা-নির্যাতন এখন সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থার মধ্যে রংপুরে সংখ্যালঘুদের লক্ষ্য করে ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠীর এই হামলা মানুষের মনে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে।”
এছাড়া প্রশাসনের ব্যর্থতার কারণে মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও অসহায়ত্ব বাড়ছে বলে জানান তিনি।
সমাবেশের সভাপতির বক্তব্যে জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী বলেন, “সংখ্যালঘু নির্যাতন কেবল আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয় নয়, এটা রাজনৈতিক সংকটের অংশ। এমন ঘটনা বারবার সংঘটিত হলেও অধিকাংশ ক্ষেত্রেই দোষীরা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। এই দায়মুক্তির সংস্কৃতি বিচারহীনতার এক ভয়াবহ নজির তৈরি করছে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা শাখার সভাপতি বিপুল কুমার দাস, পিএফজির সদস্য ফরহাদ আলী, সংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু, মানবাধিকার কর্মী অঞ্জলী রানী দেবী, বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন গাইবান্ধা শাখার সভাপতি খিলন রবিদাস, রবিদাস ফোরাম গাইবান্ধা শাখার সভাপতি সুনিল রবিদাস।
বক্তারা সাম্প্রদায়িক সহিংসতা ও নৃশংস নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তি এবং এর নেপথ্যের কুশীলবদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।