মিরপুরে বাসায় ডাকাতি: সাবেক দুই সেনাসদস্যসহ ৪ জন রিমান্ডে

রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় একটি বাসায় ডাকাতির ঘটনায় সাবেক একজন লেফটেন্যান্ট, করপোরালসহ চারজনকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ সোমবার বিকেলে এ আদেশ দেন।

রিমান্ড পাওয়া ব্যক্তিরা হলেন লেফটেন্যান্ট (অব.) আরিফ আহম্মেদ ফিরোজ ইফতেখার, করপোরাল মুকুল হোসেন এবং হারুন অর রশীদ ও মোন্তাছির আহমেদ। তাঁদের আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে রিমান্ডের আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাঁদের প্রত্যেককে সাত দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।ডাকাতির ঘটনায় লেফটেন্যান্ট ইফতেখারসহ চারজনের বিরুদ্ধে পল্লবী থানায় ডাকাতির মামলা করেন হোসনে আরা নামের এক নারী। গতকাল রোববার তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

মামলায় ওই নারী অভিযোগ করেন, গতকাল বেলা দুইটার দিকে একটি গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর পরিচয় দিয়ে আসামিরা বাসার দরজা খুলতে বলেন। বাসায় অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য আছে, এমন কথা বলে জোর করে দরজা খুলে বাসার ভেতরে প্রবেশ করেন। পরে তাঁর মেয়ে ও গৃহকর্মীকে ভয় দেখিয়ে মালামাল লুট করে চলে যান তাঁরা।যে ফ্ল্যাটটিতে ডাকাতি হয়েছে, সেটির মালিক একজন অবসরপ্রাপ্ত মেজর। ঘটনার পর সন্দেহভাজনদের ধাওয়া করে একটি গাড়ি আটক করা হয়।

মামলার তথ্য অনুযায়ী, ওই বাসা থেকে তিন ভরি ওজনের সোনার চেইন, ডায়মন্ডের এক জোড়া চুরি, একটি পুরোনো ল্যাপটপ, চারটি মুঠোফোন ও বিভিন্ন ব্যাংকের চেক নিয়ে যান ডাকাত দলের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *