মহেশখালীর কালারমারছড়া এলাকায় শাহাদাত হোসেন প্রকাশ দোয়েল (৪৯) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। রবিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় মুজিব কিল্লা নামক স্থানে এই ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, নিহত দোয়েল পারিবারিক দ্বন্দ্বের জেরে তারই নিকট আত্মীয়ের সঙ্গে বিরোধে জড়িয়েছিলেন, এবং ওই বিরোধের ফলস্বরূপ তাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের পরিবারও এই হত্যার জন্য প্রতিপক্ষের লোকজনকে দায়ী করেছে।
শাহাদাত হোসেন দোয়েলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, ঘটনাটি সম্পর্কে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দোয়েলকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তিনি আরও জানান, “এই খুনের সাথে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।”
নিহত দোয়েল কালারমারছড়ার খসরু গোষ্ঠীর মৃত ফজল হকের পুত্র ছিলেন।