বোরহানউদ্দিনে হত্যার ভয় দেখিয়ে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এসএসসি পরীক্ষার্থী ছাত্রীকে হত্যার ভয় দেখিয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১১টার পর এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভুক্তভোগী শিক্ষার্থী।

ভুক্তভোগীকে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. তায়েবর রহমান আজ বেলা তিনটার দিকে প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিক পরীক্ষা করানো হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। মনে হচ্ছে তিনি আশঙ্কামুক্ত।’ তিনি জানান, ল্যাবে পরীক্ষার জন্য আলামত পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর ধর্ষণের বিষয়টি সঠিক কি না, তা নিশ্চিত করে বলা যাবে।

ভুক্তভোগী ছাত্রী হাসপাতালের শয্যায় শুয়ে গতকাল রাত ১১টার দিকে লেখাপড়ার একপর্যায়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে শৌচাগারে যায় সে। এ সময় এলাকার এক ব্যক্তি গামছা দিয়ে তার মুখ চেপে ধরে তাকে তুলে নিয়ে যায়। পরে দূরে নিয়ে খুন করার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। ঘরে আসছে না দেখে বাইরে খোঁজ করতে বের হন স্বজনেরা। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। প্রথমে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

ভুক্তভোগী ছাত্রীর ভাই ও মা বলেছেন, তাঁরা ঘটনাটি পুলিশকে জানিয়েছেন। পুলিশের পরামর্শমতো ভোলার হাসপাতালে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষা শেষে বোরহানউদ্দিন থানায় গিয়ে মামলা করবেন।বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনার অনুসন্ধান করছে। তবে এখনো কেউ কোনো অভিযোগপত্র জমা দেয়নি। আসামি গ্রেপ্তার হয়নি। আসামি এখন পলাতক আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *