রাজধানীতে যাত্রীবেশে উঠে চালককে হাতুড়িপেটা করে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে রাজধানীর কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত অটোরিকশাচালক কবির মিয়াকে (৪৩) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনাস্থল থেকে একজন রিকশাচালক কবির মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ওই রিকশাচালকের কাছ থেকে খবর পেয়ে কবির মিয়ার ছেলে সাব্বির মিয়া আজ বৃহস্পতিবার ভোরে হাসপাতালে যান।
সাব্বির মিয়া প্রথম আলোকে বলেন, দিবাগত রাত দুইটার দিকে ফকিরাপুল এলাকা থেকে দুজন ব্যক্তি যাত্রীবেশে তাঁর বাবার সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। তাঁদের একজন কলাবাগানে নেমে যান। এরপর কলেজগেটে পৌঁছালে অন্যজন অটোরিকশা থামাতে বলেন। এ সময় সেখানে থাকা ওই যাত্রীর কয়েকজন সহযোগী এগিয়ে আসেন। তাঁরা তাঁর বাবাকে হাতুড়ি দিয়ে আঘাত করেন। তিনি ঘাড়ে ও হাতে আঘাত পেয়েছেন।সাব্বির মিয়ার অভিযোগ, যাত্রীবেশে থাকা ওই ব্যক্তি ও তাঁর সহযোগীরা তাঁর বাবার কাছ থেকে সিএনজিচালিত অটোরিকশা, প্রায় এক হাজার টাকা এবং মুঠোফোনের ব্যাটারি খুলে নিয়ে গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ পরিদর্শক মো. ফারুক প্রথম আলোকে বলেন, কবির মিয়াকে চিকিৎসা শেষে আজ সকালে তাঁর স্বজনেরা হাসপাতাল থেকে বাসায় নিয়ে গেছেন।অটোরিকশাচালক কবির মিয়া পরিবার নিয়ে রাজধানীর খিলগাঁও এলাকায় থাকেন। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে এখনো থানা–পুলিশের কাছে অভিযোগ জানানো হয়নি। সাব্বির মিয়া বলেন, মামলা করা হবে কি না, তা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।