কাপ্তাই সড়কে ব্যারিকেড দিয়ে দিনদুপুরে প্রকাশ্যে হামলা

রাঙ্গুনিয়া প্রতিনিধি : সুমন বড়ুয়া

চট্টগ্রামের রাঙ্গুনিয়া পোমরা ইউনিয়নের গোচারা বাজারে কাপ্তাই সড়কে ব্যারিকেড দিয়ে দিন দুপুরে প্রকাশ্যে অস্ত্র উচিয়ে হামলা চালায় রাঙ্গুনিয়ার শীর্ষ বেপরোয়া সন্ত্রাসী ও মাদক সম্রাট আজিজুল হক শামীম ওরফে এলেন শামীম।

জানা যায়, (৭ অক্টোবর শুক্রবার দুপুর বেলা রাঙ্গুনিয়া পোমরা ইউনিয়নের কাপ্তাই সড়কে ব্যারিকেড দিয়ে প্রকাশ্যে অস্ত্র চালায় রাঙ্গুনিয়ার শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট অ্যালেন শামীম। তার উদ্দেশ্য ফয়সাল সিদ্দিক ও দিদারুল রহমান দুজনকে মেরে ফেলার , তাদেরকে রাস্তার মাঝখানে দোকানের মধ্যে যেখানে পেরেছে কুপিয়ে রক্তাক্ত করে । তাদেরকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। দুজনেই হাসপাতালে আশঙ্কাজনক চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে আরও জানা যায় , তাদের সাথে দীর্ঘদিনের সমস্যা ছিল শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট শামীমের সাথে। তাই তার সন্ত্রাসী গ্রুপ নিয়ে পোমরা ইউনিয়নের তাদের দোকানে গিয়ে ওদের প্রাণে মারার প্রচেষ্টা চালিয়েছে সন্ত্রাসী আজিজুল হক শামীম। এগুলা সবকিছু সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ধরা পড়েছে বলে জানা যায়।

রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিল্কি বলেন, এর আগেও মাদক মামলা ও মারামারির ঘটনায় তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে। আজকেও এ হামলার ঘটনায় একটি মামলা নেওয়া হয়েছে। এই ঘটনায় পরোক্ষ দোষী শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট শামীমের উপর জোরদার ভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *