১৫০০তম শুভাগমনে ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন

পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) উপলক্ষে গতকাল, ১৫০০তম শুভাগমনে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ঢাকা শাখা বর্ণাঢ্য জুলুছের আয়োজন করে। হযরতুল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মাদ্দাজিল্লুহুল আলী)’র নেতৃত্বে এই জুলুছে হাজার হাজার আশেকে-রাসূল অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা হাতে কলেমা খচিত বিভিন্ন রং-বেরংয়ের পতাকা নিয়ে “ইয়া নবী সালাম আলাইকা” ও “মুস্তফা জানে রহমত” সহ ইসলামিক সঙ্গীত পরিবেশন করেন, যা একটি ভিন্ন আবহ তৈরি করে।

ঢাকার মোহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে, শাহজাহান রোড, ইকবাল রোড, মোহাম্মদপুর পোস্ট অফিস মোড়, নুরহাজান রোড, কেন্দ্রীয় কলেজ মোড় সহ বিভিন্ন সড়ক অতিক্রম করে, জুলুছ শেষ হয় কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া (কামিল) মাদ্রাসায়, যেখানে একটি বিশাল মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহেবজাদা হুজুর কেবলা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্‌ (মাদ্দাজিল্লুহুল আলী) এবং সাহেবজাদা হুজুর কেবলা সৈয়্যদ মেহমুদ আহমদ শাহ্‌ (মাদ্দাজিল্লুহুল আলী)।

মাহফিলে আল্লামা পীর সৈয়দ সাবির শাহ (মাদ্দাজিল্লুহুল আলী) বলেন, আল্লাহপাকের সব নেক নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হল প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)’র সৃজন, যার মাধ্যমে সারা পৃথিবীকে রহমত লাভের সুযোগ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নবীজির জন্মের আনন্দে খুশি প্রকাশের মাধ্যমে আল্লাহর রহমত লাভের উদাহরণ সরূপ, আবু লাহাবও নবীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জন্মদিনে আনন্দ প্রকাশ করায় কিছুটা শাস্তি থেকে মুক্তি পেয়েছিলেন।

মাহফিলে বিশেষ বক্তব্য দেন, ঢাকা আনজুমান চেয়ারম্যান হাজী মোহাম্মদ শহীদ উল্লাহ, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন এবং অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া, কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া (কামিল) মাদ্রাসার অধ্যক্ষ মুফতী মুহাম্মদ জসিম উদ্দিন আল-আযহারী, মাওলানা মুনিরুজ্জামান, মুফতী মাহমুদুল হাসানসহ বরেণ্য উলামায়ে কেরামও মাহফিলে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রিয় নবীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আদর্শ অনুসরণ করে আমাদের সমাজে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব। তাঁরা নবীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জীবনাদর্শের মধ্যে মানবতার শাশ্বত সমাধান দেখেন। শেষে খতমে গাউসিয়া ও মিলাদ শরীফ অনুষ্ঠিত হয়, এবং বাংলাদেশসহ বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *