চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম চৌধুরী বলেছেন, বর্তমান অশান্ত বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) এর আদর্শ অনুসরণের বিকল্প নেই। তিনি বলেন, যদি নবীজির আদর্শ অনুসরণ না করি, তবে কোন দিন বিশ্বে শান্তি ফিরে আসবে না। যেখানে অন্যায় এবং ব্যাভিচার বিরাজমান, সেখানে নবীজির আদর্শ চর্চা অত্যন্ত জরুরি।
ইব্রাহিম চৌধুরী শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের বোর্ড অফিস সংলগ্ন মোহাম্মদীয়া আমানিয়া কমপ্লেক্সে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে এক মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নবীজি যেমন সুন্দর ও সুসভ্য সমাজ প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করেছেন, তেমনি আমাদেরও সমাজ থেকে মাদক, সন্ত্রাস এবং অপরাধ নির্মূলে সৎ ও নির্ভিক হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুবা, সমাজের পচন ধরে এক সময় আমাদের বসবাস কঠিন হয়ে পড়বে।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ এশিয়ান ভয়েস ফর চিল্ড্রেন (স্যাভক) এর চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ শাহজাহান, আন-নূর হজ গ্রুপের চেয়ারম্যান আবু নোমান হাফিজ উল্লাহ, এবং মাস্টার জামাল হোসেন।
প্রধান বক্তা ছিলেন জনার কেঁওচিয়া ওবাইদিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ আবু বকর।
মাহফিলের সঞ্চালক ছিলেন সমাজসেবী মোহাম্মদ আবদুর রহমান। মিলাদুন্নবীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন মোহাম্মদীয়া সোলতানিয়া আমানিয়া নূরানী ও মহিলা দাখিল মাদ্রাসার পরিচালক ওবাইদুল্লাহ চৌধুরী, মাদ্রাসার সুপার মাওলানা মিজানুর রহমান এবং শিক্ষক মাওলানা দিদার হোসেন।