শতবর্ষে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট: ৫০ পেরিয়ে জশনে জুলুছ ও মাসিক তরজুমান

মুহাম্মদ ওসমান গনি চৌধুরী (অভীক ওসমান)

আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ আহমদ শাহ সিরিকোটি রাহমাতুল্লাহি আলায়হি উপমহাদেশের এক প্রখ্যাত ওলী, মুহাক্কিক আলেম এবং তরীকতের শায়খ ছিলেন। তার অসাধারণ জ্ঞান এবং বিচক্ষণতা দ্বারা তিনি শরীয়ত, তরীকত এবং আহলে সুন্নাতের প্রচার ও প্রসারে এক অসাধারণ সংগঠন গড়ে তোলেন, যা বর্তমানে সারা বিশ্বে ধর্মপ্রাণ মুসলমানদের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

১৯২৫ সালে মিয়ানমারের ইয়াঙ্গুনে ইসলামের প্রচারের জন্য ‘আনজুমান-এ শুরা-এ রহমানিয়া’ প্রতিষ্ঠা করেন তিনি। পরে ১৯৫৪ সালে সংস্থাটি পুনর্গঠন হয়ে ‘আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া’ নামে পরিচিতি পায়। এই ট্রাস্ট বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ধর্মীয় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। এর অধীনে দেশে প্রায় দেড় শতাধিক মাদ্‌রাসা, খানকাহ ও মসজিদ পরিচালিত হচ্ছে, যা সুন্নী মুসলিম সমাজের ধর্মীয় চেতনা জাগ্রত রাখে।

১৯৭৪ সালে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃক আয়োজিত জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম) অনুষ্ঠান এখন বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় র‌্যালি হিসেবে পরিচিত। প্রতিবছর এই অনুষ্ঠানে দেশের পাশাপাশি বিদেশ থেকেও লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করে। এ জুলুছ বর্তমানে বাংলাদেশের ইতিহাস ও চট্টগ্রামের ঐতিহ্য হয়ে উঠেছে, এবং একে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে।

মাসিক তরজুমান-এর ৫০ বছর

মাসিক তরজুমান-এ আহলে সুন্নাত ১৩৯৭ হিজরী সালের মুহাররম মাসে আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ রাহমাতুল্লাহি আলায়হি’র নির্দেশে প্রকাশিত হয়। এটি ধর্মীয় পত্রিকা হিসেবে মুসলিম সমাজে আক্বায়িদ, শরীয়ত, তরীকত, ও আহলে সুন্নাত ওয়াল জমাআতের আদর্শ প্রচারের লক্ষ্যে কাজ করে আসছে। মাসিক তরজুমান ধর্মীয় এবং নৈতিক শিক্ষা প্রদান, বাতিল মতবাদদের অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার কাজ করে।

আল্লামা তৈয়্যব শাহ রাহমাতুল্লাহি আলায়হি’র এক অমূল্যবাণী ছিল, “আশেকানে রাসূল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম কেলিয়ে তরজুমান খরিদনা, পড়না জরুরি হ্যায়।” এটি মুসলিম সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা, যা তরজুমানকে শুধুমাত্র একটি পত্রিকা নয়, বরং ঈমানের অমূল্য রত্ন হিসেবে পরিচিত করেছে।

এ বছর মাসিক তরজুমানের ৫০ বছর পূর্তির আগমন উপলক্ষে দেশের এবং বিশ্বের সকল লেখক, পাঠক এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে।

বিশ্বব্যাপী জশনে জুলুছ এবং মাসিক তরজুমান

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের কর্মকাণ্ড আজ শুধুমাত্র চট্টগ্রাম কিংবা বাংলাদেশেই সীমাবদ্ধ নয়, এটি এখন আন্তর্জাতিক আঙ্গিনায়ও সমাদৃত। ৪৮টি দেশে এখন আনুষ্ঠানিকভাবে এবং গাউসিয়া কমিটির ব্যানারে জশনে জুলুছ পালিত হয়, যা এই ট্রাস্টের ঐতিহ্য ও খ্যাতি আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দিয়েছে।

মহান আল্লাহ সকল মুসলিমদের এই জশনে জুলুছের ফয়েজ ও বরকত দান করুন। আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *