বায়তুশ শরফে মিলাদুন্নবী (সা.) উদযাপন: মহানবীর আগমন ছিল পৃথিবীর জন্য রহমত—আল্লামা আবদুল হাই

বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ) বলেছেন, “প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন আল্লাহর সর্বশ্রেষ্ঠ করুণা এবং মানবজাতির জন্য অনুগ্রহ।” তিনি আরও বলেন, “মহানবীর আগমন ছিল পৃথিবীর সকল সৃষ্টির জন্য রহমত, বরকত ও মহা আনন্দের মাধ্যম।”

তিনি মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ এর আয়োজনে পবিত্র মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধনিয়ালাপাড়া বায়তুশ কমপ্লেক্স প্রাঙ্গণে পাঁচদিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে এই কথা বলেন।

দ্বিতীয় দিনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আয়োজন করা হয় রচনা প্রতিযোগিতা, চল্লিশ হাদিস মুখস্থ প্রতিযোগিতা, নবীজীর জীবনালেখ্য নিয়ে উপস্থিত বক্তৃতা এবং হামদ-নাত প্রতিযোগিতা। বাদ মাগরিব অনুষ্ঠিত হয় ছোটদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান “পাখ-পাখালির আসর”।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবুল বশর আবু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) মুহাম্মদ মাহফুজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের সেক্রেটারি জেনারেল হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক ও মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নুরী, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহসহ আরও অনেকে।

আজ (বুধবার) তৃতীয় দিবসে বাদ মাগরিব অনুষ্ঠিত হবে শানে মোস্তফা (সা.) মাহফিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *