ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদের বক্তব্য: শারদীয় দুর্গাপূজায় বিএনপির সহযোগিতা

ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা বাংলাদেশের সংস্কৃতির একটি অনন্য অংশ, যা সনাতনীদের মিলনমেলায় পরিণত হয়েছে। তিনি জানান, বিএনপির সব স্তরের নেতাকর্মী দুর্গাপূজা উদযাপনে হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবে এবং উৎসবটি শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হবে।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ধামরাইয়ের ভালুম (কালামপুর) আতাউর রহমান খান ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

ইয়াছিন মুরাদ বলেন, “তারেক রহমানের নির্দেশে দুর্গাপূজা উপলক্ষে ইউনিয়ন, ওয়ার্ড, থানা, জেলা ও মহানগর পর্যায়ে বিএনপির স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে, যারা স্থানীয় পূজা উদযাপন পরিষদের সঙ্গে সমন্বয় করে পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে কাজ করবে। একইসঙ্গে মনিটরিং টিমও গঠন করা হবে যাতে কোনো সমস্যা না হয়।” তিনি আরও বলেন, “বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এবং গত বছরের মতো এ বছরও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হবে।”

এছাড়া তিনি উল্লেখ করেন যে, ২০২২ সালের ৫ আগস্টের পর থেকে বিএনপির নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে সনাতনী ভাইবোনদের পাশে দাঁড়িয়েছেন। এবং এবছরও সেই ধারাবাহিকতা বজায় থাকবে।

অনুষ্ঠানে সাবেক শিক্ষক সুধার চন্দ্র সরকারের সভাপতিত্বে ধামরাই উপজেলা ও পৌরসভার ১৯৮টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক এমএ জলিল, ধামরাই পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আবু তাহের মুকুট, সুতি পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর চৌধুরী রুমা, এবং ধামরাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার আইয়ুব প্রমুখ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে নগদ অর্থ বিতরণ এবং দুপুরের খাবারও প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *