জুলুস হবে জামেয়া থেকে জিইসি মোড় পর্যন্ত

চট্টগ্রাম আসন্ন জুলুসের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। এবার জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার আলমগীর খানকা শরীফ থেকে নগরীর জিইসি মোড় পর্যন্ত জুলুস অনুষ্ঠিত হবে। গতকাল সিএমপি এবং আঞ্জুমান ট্রাস্টের বৈঠকে এই রোডম্যাপ ঘোষণা করা হয়।

গতকাল বিকেলে আসন্ন পবিত্র জশনে জুলুসে ঈদ–ই–মিলাদুন্নবী (দ.) যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাথে আনজুমান নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভা থেকে রোডম্যাপসহ প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্‌) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাবৃন্দ এবং আনজুমান ট্রাস্ট্রের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনজুর আলমসহ আনজুমান ট্রাস্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *