বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এক বিবৃতি প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি দুর্গাপূজা উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং সার্বিক সহযোগিতার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল পর্ব শুরু হবে। তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আমার নিজের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।”
বিবৃতিতে জামায়াত আমির আরও বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বিশ্বের কাছে প্রশংসিত। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করে আসছে, যা বিশ্বে বিরল উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক-সম্প্রীতির রোল মডেল হিসেবে পরিচিত।”
বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর প্রশংসা উল্লেখ করে তিনি বলেন, “অস্ট্রেলিয়ার হাইকমিশনার এবং ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন প্রধানসহ বহু আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশকে প্রশংসিত করেছে।”
ডা. শফিকুর রহমান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের ধর্মীয় উৎসবগুলোকে একটি মিলনমেলা হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেন, “এ ধরনের উৎসব সবার অংশগ্রহণে দেশের একাত্মতা এবং সম্প্রীতির বন্ধনকে আরও শক্তিশালী করে তোলে।”
সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে তিনি সবার প্রতি আহ্বান জানান এবং বলেন, “শারদীয় দুর্গোৎসব আমাদের জাতীয় জীবনে সহনশীলতা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করুক।”
এছাড়া, জামায়াত আমির আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি বিশেষভাবে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান এবং শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শান্তিপ্রিয় দেশবাসী ও দলের কর্মীদের সহযোগিতার অনুরোধ করেন।
তিনি বলেন, “অতীতের মতো এবারও যেন হিন্দু সম্প্রদায় তাদের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারে।”