সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের কোনো পরিকল্পনা বা উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
রোববার (২৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা ওয়াকফ প্রশাসনের কার্যক্রম নিয়ে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, চন্দ্রনাথ পাহাড় দেশের একটি ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থান। এখানে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা অত্যন্ত জরুরি। তাই নতুন কোনো মসজিদ নির্মাণের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং প্রশাসনের পক্ষ থেকেও তা নিশ্চিত করা হয়েছে। বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানান তিনি।
ওয়াকফ সম্পত্তি সুরক্ষা ও উন্নয়ন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সারাদেশে প্রায় আড়াই লাখ একর ওয়াকফ সম্পত্তি বেদখলে রয়েছে। এসব জায়গা উদ্ধার করে শিক্ষা, স্বাস্থ্য, মসজিদ-মাদ্রাসা উন্নয়ন ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হবে। এ জন্য ওয়াকফ সম্পত্তি ডিজিটাল রেজিস্ট্রেশন, ভাড়া ও ইজারার স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং নিয়মিত মনিটরিং কার্যক্রম চালু করা হয়েছে।
তিনি আরও বলেন, ওয়াকফ সম্পত্তি মুসলিম সমাজের শিক্ষা, আধ্যাত্মিক ও কল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এগুলো সংরক্ষণ ও সঠিকভাবে ব্যবহার করা সামাজিক ও ধর্মীয় দায়িত্ব।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।