চট্টগ্রামের পটিয়ায় ঈদ–এ–মিলাদুন্নবী (সা.) ও ফাতেহা–ই–ইয়াজদাহুম উপলক্ষে এক মাহফিলে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি ও শিল্পপতি এম এয়াকুব আলী বলেছেন, রাসুলুল্লাহ (সা.)-এর জীবনব্যবস্থা ও কোরআন–সুন্নাহর আলোকে আমরা যদি নিজেদের জীবন গঠন করতে না পারি, তবে মুসলমানরা নিপীড়িত ও নিষ্পেষিত হতেই থাকবে। তিনি ফিলিস্তিনের মুসলমানদের দুর্দশার উদাহরণ টেনে বলেন, তাদের কষ্ট থেকে আমাদের শিক্ষা নিতে হবে। মাহফিলে এসে কোরআন–সুন্নাহর কথা শুনে তা ভুলে গিয়ে অন্য পথে ধাবিত হলে চলবে না। আমরা যা শিখি, তা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলেই আল্লাহর রহমতে আমাদের জীবন সমৃদ্ধ হবে।
গত মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে পটিয়া পৌরসভার পাইকপাড়া তোফায়েল আলী মুন্সির বাড়ি ঈদগাহ ময়দানে গাউসিয়া কমিটির আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে এম এয়াকুব আলী আরও বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীকের পরিবর্তে প্রার্থীর চরিত্র ও যোগ্যতা বিবেচনা করে ভোট দেওয়ার আহ্বান জানান। মাহফিলে আরও উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মনছুর আলম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, যুগ্ম আহবায়ক গাজী আমির হোসেন, সদস্য সচিব মুজিবুর রহমান প্রমুখ। হফিলে তকরির পেশ করেন আলেম আল্লামা কাজী মঈনউদ্দীন আশরাফী, মাওলানা সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী এবং মাওলানা মোহাম্মদ ওয়াহিদুল্লাহ আলকাদেরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ লোকমান। মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।