কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ঐতিহাসিক কুতুব শাহ মসজিদটি দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে অনেক দর্শনার্থী ছুটে যান। ১৯০৯ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটিকে সংরক্ষিত হিসেবে নথিভুক্ত করে। এই মসজিদের দানবাক্স ভেঙে অর্থ লুট করার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে ফজরের নামাজের সময় বিষয়টি নজরে আসে বলে জানিয়েছেন কুতুব শাহ মসজিদের ইমাম জালাল উদ্দিন।
তিনি বলেন, “ইট-সিমেন্ট ও টাইলসে নির্মিত দানবাক্সটি মসজিদের সামনে স্থাপন করা হয়েছিল। রাতের আঁধারে কে বা কারা দানবাক্সের উপরের অংশ ভেঙে ভিতরে থেকে সব টাকা-পয়সা নিয়ে গেছে।”
বিষয়টি নিশ্চিত করেছেন কুতুব শাহ মসজিদের সভাপতি ও অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলশাদ জাহান।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, “প্রতি ৩ মাস পর পর দানবাক্স খুলে টাকা গণনা করা হয়। প্রতিবার গড়ে ৫০ হাজার থেকে ৭০ হাজার টাকার মত পাওয়া যায়।”
দানবাক্স লুটের ঘটনায় ইতোমধ্যে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও ইমাম জালাল উদ্দিন অজ্ঞাতদের আসামি করে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান অষ্টগ্রাম থানার ওসি রুহুল আমীন। তিনি বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আসামি শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”