৪৮তম বিসিএস: সহকারী সার্জন পদের মৌখিক পরীক্ষা শুরু ২৪ আগস্ট থেকে

৪৮তম বিসিএসের সহকারী সার্জন পদের মৌখিক পরীক্ষা শুরু হবে ২৪ আগস্ট থেকে। সোমবার (১১ আগস্ট) পিএসসি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্দিষ্ট অনলাইন ফরম এবং প্রয়োজনীয় সনদপত্র জমা দেওয়া বাধ্যতামূলক। ফরম পূরণ ও সনদপত্র জমা না দিলে প্রার্থীদের প্রার্থিতা বাতিল হবে।

পিএসসি জানায়, প্রার্থীদের বিপিএসসি ফরম-১ অনলাইনে ডাউনলোড করে নির্ধারিত দিনে মৌখিক পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে জমা দিতে হবে। এছাড়া মৌখিক পরীক্ষার দিন প্রার্থীদের দুই সেট সত্যায়িত কাগজপত্র এবং মূল সনদপত্র প্রদর্শন করতে হবে, যেমন শিক্ষাগত যোগ্যতার সনদ, এসএসসি সনদ বা জন্মতারিখের প্রমাণ, বিএমডিসি নিবন্ধন সনদ, মুক্তিযোদ্ধা বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রমাণপত্র, প্রতিবন্ধী সনদ, জাতীয় পরিচয়পত্র ইত্যাদি।

এছাড়া, স্থায়ী ঠিকানা পরিবর্তন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সনদ এবং বিদেশি নাগরিককে বিয়ে করলে সরকারের অনুমতিপত্রও জমা দিতে হবে।

পিএসসি আরও জানায়, মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের অনলাইনে বিপিএসসি ফরম-৩ পূর্ণ করে জমা দিতে হবে এবং তার দুই কপি পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে। ডाकযোগে কোনো সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না; প্রার্থীদের সেগুলি অনলাইনে ডাউনলোড করতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে মৌখিক পরীক্ষা বোর্ডে হাজির না হলে প্রার্থিতা বাতিল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *