নির্বাচন কমিশন (ইসি) ২০২৫ সালের সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করেছে, যা অনুযায়ী দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ১ হাজার ২৩০ জন।
রবিবার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদ করার পর উপজেলা ও থানা নির্বাচন অফিসারদের মাধ্যমে নতুন ভোটারদের অন্তর্ভুক্তি এবং মৃত বা অযোগ্য ভোটারদের কর্তন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
এছাড়া, ১ লাখ ৩৭ হাজার ৬৪২ নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছেন, যার মধ্যে পুরুষ ৯৪ হাজার ১৯২, নারী ৪৩ হাজার ৪৪৪ এবং হিজড়া ৬ জন। তবে, ১ হাজার ৩৮ জন ভোটারকে কর্তন করা হয়েছে—যাদের মধ্যে ৬৫৩ জন পুরুষ এবং ৩৮৫ জন নারী।
এছাড়া, ২ মার্চ প্রকাশিত ভোটার তালিকার পর, ৩০ জুন পর্যন্ত ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন নতুন ভোটার অন্তর্ভুক্ত করা হয়। তাদের মধ্যে ১৮ লাখ ৭০ হাজার ২০৩ জন পুরুষ, ২৭ লাখ ৭৬২ জন মহিলা এবং ২৫১ জন হিজড়া ভোটার। সেই সময়, ২১ লাখ ৩২ হাজার ৫৯০ ভোটারকে তালিকা থেকে কর্তন করা হয়।
ইসি সচিব আখতার আহমেদ আরও জানান, চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের নিয়ে নতুন একটি ভোটার তালিকা প্রকাশ করা হবে।