হিমালয়ের মেরা পিকে বাংলাদেশের পতাকা ওড়ালেন আহসানুল হক

নেপালের হিমালয়ের মেরা পিকের চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ালেন পর্বাতোরোহী মো. আহসানুল হক খন্দকার। ঝোড়ো বাতাস ও তুষারপাতের বাধা পেরিয়ে বুধবার সকাল ৯টা ৫৮ মিনিটে ৬ হাজার ৪৬১ মিটার উঁচু এই শৃঙ্গের চূড়ায় পৌঁছেন তিনি। 

করপোরেট পেশাজীবী ও পর্বতারোহী আহসানুল ২৭ অক্টোবর কাঠমান্ডু থেকে অভিযান শুরু করেন। তিনি লুকলা, কোটে ও খারে হয়ে ক্লাসিক ট্রেইল ধরে মেরু হাই ক্যাম্প থেকে রাতে চূড়ার দিকে আরোহণ শুরু করেন। অভিযান শেষে নিজের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ‘এটা ছিল ভয়াবহ। কিন্তু চূড়া থেকে চারপাশ দেখার পর পর্বতের সব কষ্ট সার্থক মনে হয়েছে।’

পাঁচ বছর আগে বান্দরবানের সর্বোচ্চ শৃঙ্গগুলোতে আরোহণের মাধ্যমে আহসানুলের হিমালয় যাত্রা শুরু হয়। ২০২০ সালে তিনি নেপালে অভিযান শুরু করেন। তিনি অন্নপূর্ণা বেস ক্যাম্প, মারদি হিমাল ও অন্নপূর্ণা সার্কিটে আরোহণ করেন। ২০২৩ সালে শীতকালে প্রথম বাংলাদেশি হিসেবে ৫ হাজার ৫২০ মিটার উঁচু ইয়ালা শৃঙ্গ জয় করেন।

মেরা পিক এখন পর্যন্ত আহসানুলের আরোহণ করা সর্বোচ্চ চূড়া। তার মতে, ‘পর্বত মানুষকে বিনয়ী হতে শেখায়। শরীর ও মন যে কতটা সহ্য করতে পারে, তা এখানে এসে শেখা যায়।’ 

৩৬ বছর বয়সী এই পর্বতারোহী ১৫ নভেম্বরের মধ্যে ঢাকায় ফেরার পরিকল্পনা করছেন। সঙ্গে নিয়ে আসছেন বাংলাদেশের পতাকা এবং নতুন স্বপ্ন- একদিন মাউন্ট এভারেস্টের চূড়ায় দাঁড়ানোর। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *