হাতি সংরক্ষণের জন্য ৪০ কোটির প্রকল্প, বসানো হবে ৬টি ক্যামেরা-সেন্সর

মানবসৃষ্ট বাধা উপেক্ষা করেও বনে নিজের রাজ্যে ঘুরে বেড়ায় হাতির দল, তবে কখনও কখনও তারা রেললাইনের ওপর চলে আসে, যা মৃত্যুর ঝুঁকি তৈরি করে। কক্সবাজারে ট্রেন চলাচলের জন্য সংরক্ষিত বনের মধ্য দিয়ে নির্মিত রেলপথ ছিল একসময় এশিয়ান হাতির চলাচলের পথ (করিডর)। রেললাইন স্থাপনের ফলে হাতির চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে, যদিও হাতির চলাফেরা নির্বিঘ্ন করার জন্য ওভারপাস ও আন্ডারপাসও নির্মাণ করা হয়েছিল। তবুও দুর্ঘটনা ঘটছে।

এভাবে চলাচলের পথে বাধা সত্ত্বেও বনে ফিরে আসছে হাতির দল। সম্প্রতি রেললাইনের ওপর ট্রেনের ধাক্কায় একটি হাতির বাচ্চা মারা গেছে, আরেকটি হাতি অল্পের জন্য রক্ষা পেয়েছে।

হাতির চলাচল রক্ষা করতে এবং দুর্ঘটনা এড়াতে রেলওয়ে ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে। এসব ক্যামেরা বিদেশ থেকে আনা হচ্ছে এবং সেগুলি সেন্সর ক্যামেরা হিসেবে কাজ করবে। সংরক্ষিত বনাঞ্চলে হাতির চলাচলের যেসব পথ রয়েছে, সেখানে এই ক্যামেরাগুলো স্থাপন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *