হাটহাজারীতে ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক ছুরিকাঘাতে নিহত, আহত ১

চট্টগ্রামের হাটহাজারীতে কথাকাটাকাটির জেরে ১২ নং চিকনদন্ডী ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক অপি দাশ নিহত হয়েছে। তিনি একই ইউনিয়নের মিন্টু দাশের সন্তান। এই সময় তানিম নামের এক যুবক আহত হন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত আটটার দিকে উপজেলার চৌধুরী হাট বাজারে ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,  বাজারের একটি  ফুলের দোকানের সামনে দুর্বৃত্তদের সাথে কথাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়ে তা ধস্তাধস্তিতে রুপ নেয়। পরে দুর্বৃত্তরা অপি দাশকে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় অপি দাশএবং তার সাথে থাকা সহপাঠী তানিম নামের এক যুবকও গুরুতর আহত হয়। তাদের আর্তচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে নিকটতম একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। অবস্থা সংকটাপন্ন হওয়ায় সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের চমেক হাসপাতালে রেফার করেন। পরে চমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অপি দাশকে মৃত ঘোষণা করেন এবং অপর গুরুতর আহত তানিম বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান তকি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  অপি দাশ হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, তিনি ঘটনাস্থলে আছেন। বিস্তারিত পরে জানা যাবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *