হত্যাচেষ্টা ও সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক দুই এমপি ফয়জুর রহমান বাদল ও তামান্না নুসরাত বুবলী কারাগারে

জুলাই আন্দোলনের সময় সায়েন্স ল্যাব মোড়ে সজীব উদ্দিনকে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পাশাপাশি, তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার হন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও নরসিংদী পৌরসভার সাবেক মেয়র লোকমান হোসেনের স্ত্রী তামান্না নুসরাত বুবলী। তাকেও আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন।

পুলিশ জানায়, রোববার রাত ১০টার দিকে ঢাকার নিকুঞ্জ এলাকা থেকে বাদলকে গ্রেপ্তার করা হয়। এরপর সোমবার নিউ মার্কেট থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই মারুফ হাসান তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম মো. এহসানুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অন্যদিকে, তামান্না নুসরাত বুবলীকে মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে তেজগাঁও থানার পুলিশ। সোমবার তাকে আদালতে উপস্থাপন করে এসআই আনোয়ার হোসেন খান কারাগারে আটক রাখার আবেদন করলে মহানগর হাকিম মিনহাজুর রহমান তা মঞ্জুর করেন।

বাদলের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই সায়েন্স ল্যাব মোড়ে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ কর্মী সজীব উদ্দিন ও তার সহযোগীদের ওপর গুলি চালানো হয়। এতে সজীব, মেহেদীসহ ১২ জন আহত হন। এই ঘটনায় সজীব বাদী হয়ে নিউ মার্কেট থানায় ৪৭ জনকে আসামি করে মামলা করেন।

অন্যদিকে, বুবলীর বিরুদ্ধে দায়েরকৃত মামলায় অভিযোগ করা হয়, ২৪ সেপ্টেম্বর ঢাকায় নিষিদ্ধ কার্যক্রম পরিচালনার সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করে এবং হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক তৈরি করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালাতে গেলে ২৫ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে চারটি হাতবোমা ও আওয়ামী লীগের ব্যানার উদ্ধার করা হয়। মামলার বাদী তেজগাঁও থানার এসআই মো. আব্দুল কাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *