স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জানিয়েছেন, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার দুপুরে মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখ বা মাসেই নির্বাচন হবে এবং এ বিষয়ে তাদের কোনো বিতর্ক নেই। তিনি আরও বলেন, ক্ষমতা জনগণের হাতে রয়েছে, যদি জনগণ নির্বাচন চায় তাহলে কেউ বাধা দিতে পারবে না।

তিনি মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় চাঁদাবাজির প্রবণতা বাড়ার কথা উল্লেখ করে জানান, যেই ব্যক্তি চাঁদাবাজি করুক, তাকে আইনের আওতায় আনা হবে।

সবজির দাম সামান্য বাড়লেও বাজার স্বাভাবিক অবস্থায় আছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রচুর বৃষ্টির কারণে শাকসবজি নষ্ট হওয়ায় দাম বাড়লেও আলুর মজুত ভালো। পাইকারি থেকে খুচরা বাজারে আসার সময় দাম বেড়ে যাচ্ছে, তবে কৃষকরা লাভ পাচ্ছেন না, মধ্যস্বত্বভোগীরা বেশি মুনাফা করছে।

পলিথিনের কারণে মাটির ক্ষতির প্রতি সতর্ক করে তিনি বলেন, পলিথিন নষ্ট হয় না এবং এতে পানি আটকে যাওয়ার সমস্যা হয়, যা ক্ষতিকর। তিনি সবাইকে পলিথিনের বদলে পাটের ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধ করেন, যা কৃষকদের জন্য লাভজনক হবে।

এ সময় তিনি সমাজের সকল স্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে জোরদার সচেতন হওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *