স্বতন্ত্র নির্বাচন করতে এনসিপি থেকে পদত্যাগ

আগামী সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগর সমন্বয় কমিটি থেকে পদত্যাগ করেছেন পরিমল চন্দ্র ওঁরাও নামের এক সদস্য। গত সোমবার রাতে তিনি এনসিপির রাজশাহী মহানগর সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মোবাশ্বের রাজের কাছে পদত্যাগপত্র জমা দেন।

এতে তিনি লিখেছেন, ‘সম্প্রতি ব্যক্তিগত জীবনে কিছু নতুন দায়িত্ব ও উদ্যোগের কারণে আমার সময় ও মনোযোগ সম্পূর্ণভাবে সেদিকে দিতে হচ্ছে। এই পরিস্থিতিতে দলের কাজের প্রতি আগের মতো সম্পূর্ণভাবে মনোনিবেশ করা সম্ভব হচ্ছে না, যা দলের প্রতি অন্যায় হবে বলে মনে করি।’

পরিমল চন্দ্র ওঁরাও বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাবেক সদস্য। নওগাঁর মহাদেবপুর উপজেলায় তার বাড়ি। তবে তিনি রাজশাহীতে থাকতেন। তাই এনসিপির মহানগর সমন্বয় কমিটিতে সদস্য পদ পেয়েছিলেন। তিনি এখন নওগাঁয় রাজনীতি করতে চান বলে জানান।

জানতে চাইলে পরিমল চন্দ্র ওঁরাও সমকালকে বলেন, ‘এনসিপিতে থাকার মতো যোগ্য হয়তো হইনি। তাই পদত্যাগ করেছি। আমি নওগাঁ-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই। এনসিপিকে মনোনয়ন দিতে বলেছিলাম। তারা কোনো সাড়া দেয়নি। তাই পদত্যাগ করেছি। স্বতন্ত্র ভোট করব। আমার এই আসনে মোট ভোটার ৪ লাখ ২০ হাজার। এর মধ্যে হিন্দু ও আদিবাসী ভোটার ১ লাখ ১০ হাজার। শুধু আদিবাসী ভোটার ৬০ হাজার। আশা করছি তারা আমার পাশে থাকবেন।’

জানতে চাইলে এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন বলেন, ‘তিনি (পরিমল চন্দ্র) স্বতন্ত্র নির্বাচন করতে চান, পার্টির ব্যানারের বাইরে গেলে হয়তো কিছু বেনিফিট পাবেন, এই আশা থেকেই পদত্যাগ করেছেন।’

এ বিষয়ে এনসিপির রাজশাহী মহানগর সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী বলেন, ‘পদত্যাগপত্র পেয়েছি। ব্যস্ততার জন্য কথা বলা হয়নি। তার নির্বাচন করার আকাঙ্ক্ষা। দল এই পর্যায়ের নেতাকে নির্বাচন করার গ্রিন সিগন্যাল হয়তো দেবে না, এ কারণে মনোকষ্ট নিয়ে পদত্যাগপত্র দিয়েছেন। তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *