স্কলাসটিকায় মঞ্চস্থ হলো ‘দ্য ওয়াইল্ড রোবট’

জাকঝমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে স্কলাসটিকা ধানমন্ডি জুনিয়র শাখার বার্ষিক শো ও নাটক শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। স্কলাসটিকার প্রতিষ্ঠাতা ইয়াসমিন মুরশেদের প্রতি উৎসর্গ করা দিনব্যাপী এ আয়োজনে পিটার ব্রাউনের লেখা উপন্যাস অবলম্বনে ‌‘দ্য ওয়াইল্ড রোবট’ নাটকটি মঞ্চস্থ করা হয়।   

স্কুল প্রাঙ্গনে আয়োজিত বার্ষিক শোতে স্কুলের প্লে গ্রুপ থেকে কেজি দ্বিতীয় শ্রেণির শির্ক্ষাথীরা নানা রকম কসরত প্রদর্শন করে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক ভাষা ও সংস্কৃতি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও কথাসাহিত্যিক হামীম কামরুল হক। 

বিকেলে নাট্যানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ও পারফমেনস স্ট্যাডিজ বিভাগের চেয়াপারসন কাজী তামান্না হক সিগমা। আরও বক্তৃতা করেন স্কলাসটিকা ধানমন্ডি শাখার প্রধান রুমানা করিম। 

নাটকটি পরিচালনায় ছিলেন নায়ীমী নাফসীন মুস্তাফা ও তানজিনা ইকবাল তিথি। সঙ্গীত ও নৃত্য পরিচালনা করেন সুদীপ্ত শেখর দে ও মাইশা বিনতে নাফি। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে স্কলাসটিকা জুনিয়র ক্যাম্পাস ধানমন্ডি শাখা তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা।

এ উপলক্ষে স্কুল প্রাঙ্গনকে রঙিন করে সাজানো হয়। বিপুল সংখ্যক শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষক শিক্ষার্থীরা এ আয়োজন উপভোগ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *