সীমান্তের নিরাপত্তায় এসপিদের সতর্ক থাকতে বলেছেন আইজিপি

ভারত-পাকিস্তান সংঘাতকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, সে জন্য সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদের আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ভারতের সঙ্গে সীমান্তবর্তী ৩০টি ও মিয়ানমারের সঙ্গে ৩টি জেলা রয়েছে। ভারত-পাকিস্তান সংঘাতকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, সে জন্য সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদের আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছে। পুলিশ চেষ্টা করবে ভারত-পাকিস্তান সংঘাতকে কেন্দ্র করে যেন বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত না হয়।

আজ বুধবার বিকেলে রাজধানীর গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন। পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পিআর (জনসংযোগ) শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বিকেলে রাজধানীর গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনে বাংলাদেশ পুলিশ বার্ষিক শুটিং প্রতিযোগিতা ২০২৪ সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়। সেখানে আইজিপি বাহারুল আলম প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ পুলিশ শুটিং ক্লাবের সভাপতি মো. মোস্তফা কামাল।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রানার্সআপ হয়েছে স্পেশাল ব্রাঞ্চ (এসবি)। পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা ৫ থেকে ৭ মে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ছয়টি ইভেন্টে অংশ নেয়।প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ীদের মধে৵ পুরস্কার বিতরণ করেন। বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আমন্ত্রিত অতিথিরা এবং অংশগ্রহণকারী শুটাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *