সিআইইউতে আইন বিষয়ক ক্যারিয়ার আড্ডা

চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) স্কুল অফ ল’ ডিবেটিং অ্যান্ড মুটিং ক্লাব ও সিআইইউ স্কুল অফ ল’ সোসাইটির যৌথ উদ্যোগে ‘ন্যাভিগ্যাটিং দি বার কাউন্সিল এঙাম: রুলস, স্ট্র্যাটিজি এন্ড রিয়েলিটি’ শীর্ষক একটি বিশেষ ক্যারিয়ার আড্ডার আয়োজন করে। গত সোমবার চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির মিলনায়তনে এই আড্ডার আয়োজন করা হয়। এতে স্কুল অফ ল’র সপ্তম, অষ্টম এবং সমাপনী ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এর মূল উদ্দেশ্য ছিল আইন শিক্ষার্থীদের পেশাগত জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ– বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার নিয়ম, প্রস্তুতি কৌশল ও বাস্তবতার উপর প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং অভিজ্ঞতাভিত্তিক জ্ঞান প্রদান করা।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবং মিনি ল’ স্কুলের প্রতিষ্ঠাতা রায়হান সোবহান। সে সময় আরও উপস্থিত ছিলেন সিআইইউ স্কুল অফ ল’র উপদেষ্টা প্রফেসর শিফাত শারমিন, সহকারী ডিন রামিসা জাহান, সিআইইউ স্কুল অফ ল’ ডিবেটিং অ্যান্ড মুটিং ক্লাব’র উপদেষ্টা নাঈম আহসান তালহা, মডারেটর দিলারা হাসান অনন্যা এবং সিআইইউ স্কুল অফ ল’ সোসাইটি –এর উপদেষ্টা আসমা আল আমিন।

অ্যাডভোকেট রায়হান সোবহান তাঁর বক্তব্যে বার কাউন্সিল পরীক্ষার প্রক্রিয়া, প্রস্তুতির কৌশল এবং ভবিষ্যৎ পেশাগত বাস্তবতা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি পরীক্ষার প্রস্তুতিতে শৃঙ্খলা, মনোযোগ এবং সময় ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন এবং আইন পেশার পরিবর্তনশীল চাহিদার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

তিনি শিক্ষার্থীদের জন্য পরীক্ষার প্রস্তুতি নিয়ে একটি স্পষ্ট ও ধাপে ধাপে নির্দেশিকা তুলে ধরেন। পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার আলোকে পরীক্ষার প্রশ্নপত্রের ধরন, উত্তর লেখার কৌশল, এবং প্রার্থীদের সাফল্যের হার সংক্রান্ত বাস্তব পরিসংখ্যানও উপস্থাপন করেন। তাঁর বক্তব্যে কৌশলগত পরামর্শ ও বাস্তব অভিজ্ঞতার সমন্বয় শিক্ষার্থীদের জন্য এক মূল্যবান দিকনির্দেশনা তৈরি করে। এই উদ্যোগটি সিআইইউ স্কুল অফ ল’–এর শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত বিকাশে অবিচল অঙ্গীকারের প্রতিফলন, যা তাদেরকে আইন শিক্ষার্থী থেকে ভবিষ্যতের দক্ষ ও সচেতন অ্যাডভোকেটে রূপান্তরিত হতে সহায়তা করবে। প্রেস বিজ্ঞপ্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *