সাদাপাথর এখন থেকে ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরার নজরদারিতে

সাদাপাথর পর্যটন স্পটকে ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারির আওতায় আনা হবে, জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান। তিনি প্রশাসনকে নির্দেশ দেন, যাতে কেউ পাথর উত্তোলন করতে না পারে, সে ব্যাপারে কঠোর নজরদারি রাখা হয়।

শুক্রবার সকালে সাদাপাথর পর্যটন কেন্দ্রে পাথর লুটের ঘটনা পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। তার সাথে ছিলেন খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা-উন নবী, সিলেটের নতুন জেলা প্রশাসক সারওয়ার আলম, পুলিশ সুপারসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

পাথর লুটের ঘটনায় যারা দায়ী, তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান মোখলেছুর রহমান।

এ সময় খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, লুট হওয়া পাথর ফিরিয়ে আনার পরও প্রাকৃতিক সৌন্দর্য পুরোপুরি পুনরুদ্ধার সম্ভব নাও হতে পারে, তবে চেষ্টা চালিয়ে কিছুটা ফিরিয়ে আনার আশ্বাস দেন তিনি।

নতুন জেলা প্রশাসক সারওয়ার আলম সিলেটের পর্যটন কেন্দ্রগুলোর পরিবেশ রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

এছাড়া সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর পর্যটন কেন্দ্রে পাথর লুটের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ পাঁচ সদস্যের উচ্চতর তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *