চট্টগ্রাম বন্দরের সংস্কার শেষ হলে দুর্নীতি ও হয়রানি কমবে: বিডা চেয়ারম্যান
চলমান সংস্কার কার্যক্রম সম্পন্ন হলে চট্টগ্রাম বন্দরে দুর্নীতি ও হয়রানি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
রোববার (১০ আগস্ট) বিকেলে চট্টগ্রাম বন্দরে এজেন্ট ডেস্কের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে এবং চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) অপারেটর পরিবর্তন করা হয়েছে এবং ডিজিটাল সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
চেয়ারম্যান জানান, অনলাইন সেবা চালু হলে সব প্রক্রিয়া এক জায়গা থেকেই পরিচালনা করা যাবে। এতে রিয়েল টাইমে কনটেইনারের তথ্য পাওয়া এবং যানবাহন ট্র্যাকিং সহজ হবে।
তিনি আরও জানান, ২০৩০ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা কয়েকগুণ বাড়বে। ইতোমধ্যে ড্রাইডক লিমিটেডের মাধ্যমে এনসিটির কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং জাহাজের গড় অপেক্ষমাণ সময় কমেছে প্রায় ১৩ ঘণ্টা।