কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং আগামী অক্টোবরের মাঝামাঝি সময়েই এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দরের উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, আন্তর্জাতিক ফ্লাইট চালুর লক্ষ্যে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে। এরই মধ্যে আন্তর্জাতিক টার্মিনাল ভবনের প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং অন্যান্য অবকাঠামোগত কাজও সমানভাবে অগ্রসর হচ্ছে।
শেখ বশিরউদ্দীন আরও জানান, প্রাথমিকভাবে একটি আন্তর্জাতিক ফ্লাইট দিয়ে যাত্রা শুরু হবে, পরে ধাপে ধাপে ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে। যাত্রীদের জন্য টিকিটের মূল্য যেন সাশ্রয়ী হয়, সেজন্যও উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।