ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেছেন, প্রতিটি আবাসিক হলে শিক্ষার্থীদের মতামত ও হল প্রশাসনের অনুমতি নিয়ে পানির ফিল্টার স্থাপন করা হয়েছে।
তিনি শনিবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, ‘‘শিবির কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আবাসিক হলে কাজ করে না। শিক্ষার্থীদের চাহিদার ভিত্তিতে আমরা সেবামূলক কার্যক্রম পরিচালনা করি, যেমন পানি ফিল্টার সরবরাহ, স্বাস্থ্য ক্যাম্পেইন ও নববর্ষ উপহার বিতরণ।’’
ফরহাদ আরও বলেন, ‘‘কিছু পক্ষ ভুলভাবে প্রচার করছে যে, আমাদের হলভিত্তিক পূর্ণাঙ্গ কমিটি রয়েছে। তবে আমাদের কার্যক্রমে শুধুমাত্র শিক্ষার্থীদের সহযোগিতা নেওয়া হয়েছে। যদি তারা এসব কার্যক্রমে অনাগ্রহী হন, তবে আমরা সেগুলো বন্ধ করে দেব।’’
তিনি প্রশ্ন তোলেন, ‘‘বামপন্থি ছাত্র সংগঠনগুলোর হলভিত্তিক কমিটি নিয়ে আগে কোনো আপত্তি ছিল না, এখন কেন?’’
শিবিরের দেওয়া পানির ফিল্টার ভাঙচুরের ঘটনায় ফরহাদ বলেন, ‘‘আমরা শিক্ষার্থীদের সুপেয় পানি সরবরাহের জন্য এলামনাইদের কাছ থেকে ফান্ড সংগ্রহ করে ফিল্টার স্থাপন করেছি। যদি শিক্ষার্থীরা এখন তা ব্যবহার করতে না চান, তবে আমরা সরিয়ে নেব।’’
তিনি পরিষ্কার বলেন, ‘‘শিবির তার গঠনতন্ত্র ও নীতিমালা অনুযায়ী চলবে এবং কোনো ভুল মতামতের ভিত্তিতে কার্যক্রম পরিচালিত হবে না।’’