চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সড়াইয়া এলাকায় সাপের ছোবলে মো. তাওসিফ নামের ১৬ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) রাতে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
তাওসিফ ছিল পুটিবিলা ইউনিয়নের মো. ইব্রাহীমের ছেলে এবং মানসিকভাবে অসুস্থ ছিল।
পুটিবিলা ইউপি প্যানেল চেয়ারম্যান মো. ইকবাল জানান, সন্ধ্যা ৭টার দিকে বাড়ির উঠানে তাকে সাপ ছোবল দেয়। সাপের আক্রমণ থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসার আগেই তার মৃত্যু হয়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাজ্জাদ আমিন জানান, সাপে কাটা অবস্থায় ওই কিশোরকে হাসপাতালে আনা হয়, তবে জরুরি বিভাগের চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।