সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজের নাম পরিবর্তন করে ‘ইটনা সরকারি কলেজ’ রাখা হয়েছে। সম্প্রতি কলেজ পরিদর্শক প্রফেসর মো. রিজাউল হকের সই করা এক চিঠিতে সংশ্লিষ্ট কলেজগুলোর নথি ও রেকর্ডে নতুন নাম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে জানানো হয়েছে, ইটনা উপজেলার ‘রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজ’ এর নাম পরিবর্তন করে নতুনভাবে ‘ইটনা সরকারি কলেজ’ রাখা হয়েছে। নতুন নামের ইংরেজি রূপ হবে: ITNA GOVT. COLLEGE (EIIN-110345), ITNA, KISHOREGONJ। একইভাবে, ভৈরব উপজেলার ‘সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ’ এর নাম পরিবর্তন করে ‘ভৈরব সরকারি মহিলা কলেজ’ রাখা হয়েছে, যার ইংরেজি রূপ হবে: BHAIRAB GOVT. MOHILA COLLEGE (EIIN-110289), BHAIRAB, KISHOREGONJ।
এতে আরও জানানো হয়েছে, ২৮ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক ৩৭.০০.০০০০.০০০.০৬৯.৯৯.০০০২.১৯.৯২৯ অনুযায়ী নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।