রাতে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন প্রধান উপদেষ্টা

মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ভাষণ একযোগে সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার।

এ তথ্য প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।

এর আগে, ওই দিন বিকেল ৫টায় প্রধান উপদেষ্টা ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন, যা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

দিবসটির উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’র মূল মঞ্চ, সাউন্ড ও লাইটিং সিস্টেমের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জুলাই ঘোষণাপত্র পাঠের পর সন্ধ্যা ৭:৩০টায় বিশেষ ড্রোন শো এবং রাত ৮টায় ব্যান্ডদলের পরিবেশনা অনুষ্ঠিত হবে।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানকে দলিল হিসেবে ধরা হয়েছে ‘জুলাই ঘোষণাপত্র’কে, যা বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের মতামত নিয়ে চূড়ান্ত করেছে সরকার। এ ঘোষণাপত্রের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির বিষয়ে একমত হয়েছে দলগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *