রাঙ্গুনিয়া উপজেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদনে: সুমন বড়ুয়া

চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ায় রাঙ্গুনিয়া উপজেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল শনিবার বিকালে এডভোকেট নুরুচ্ছাফা তালুকদার পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

রাঙ্গুনিয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি এডভোকেট রাহিলা চৌধুরী রেখা এর সভাপতিত্বে সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাসান মাহমুদ এমপি।

সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সরোয়ার ডেইজি, প্রধান অতিথি চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সভাপতি এম.এ সালাম,প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুব মহিলা লীগের আহবায়ক রওশন আরা বেগম রত্মা, বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক এডভোকেট জুবাইদা সরোয়ার চৌধুরী নিপু।

রাঙ্গুনিয়া উপজেলা আ’লীগের সহ দপ্তর সম্পাদক হালিম আবদুল্লাহ ও যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক সুমাইয়া তুন নুর বৃষ্টি এর যৌথ সঞ্চালনায় সম্মেলনে সম্মানিত বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাবু স্বজন কুমার তালুকদার, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, এন. এন.কে ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব খালেদ মাহমুদ,পৌরসভা আ’লীগের মেয়র আলহাজ্ব শাহাজাহান সিকদার, চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম তালুকদার,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুহাম্মদ আলী শাহ,চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস আজগর, সদস্য কামরুল ইসলাম চৌধুরী,আকতার হোসেন খান, রাঙ্গুনিয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার শামসুল আলম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব এমরুল করিম রাশেদ,পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক সেলিম, উপজেলা যুবলীগের সহ সভাপতি বি.কে.লিটন চৌধুরী, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি নাছির উদ্দীন রিয়াজ, সাধারণ সম্পাদক দিদারুল আলমসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আ’লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এডভোকেট রাহিলা চৌধুরী রেখাকে পুনরায় সভাপতি ও সুমাইয়া তুন নুর বৃষ্টিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সরোয়ার ডেইজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *