রাঙ্গুনিয়ায় মসজিদের হিসাব জনসম্মুখে প্রকাশের দাবি মুসল্লিদের

চট্টগ্রামের ‎দক্ষিন রাঙ্গুনিয়ার পদুয়া সুখবিলাস সাগর আলী জামে মসজিদের সভাপতি নুরুল আবছার তালুকদারের অনিয়ম তদন্ত ও মসজিদের আয়-ব্যয় হিসাব জনসম্মুখে প্রকাশের দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় মুসল্লীরা।


বুধবার (১অক্টোবর) সন্ধ্যায় সাগর আলী জামে মসজিদ প্রাঙ্গণে এই সংবাদ সম্মোলনের আয়োজন করে মুসল্লী পরিষদ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মওলানা নেজাম উদ্দিন। ‎মুসল্লী পরিষদের সভাপতি মৌলানা আব্দুচ সাত্তারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মুসল্লী পরিষদের সাধারণ সম্পাদক দিদারুল আলম, নুরুল আলম, জামাল উদ্দিন, বাদশা মিয়া, আবদুল মোবিন, জসিম উদ্দিন, মো. আরমান, দিদারুল আলম, কাউছার নুরুল হক, নাজিম উদ্দিন কাদের চৌধুরী প্রমুখ।


লিখিত বক্তব্য অভিযোগ করা হয় মসজিদের আওতায় ৩৪২ কানি কৃষি জমি রয়েছে যার বার্ষিক আয় প্রতি কানি ২ হাজার টাকা করে যার বার্ষিক আয় বছরে ৬ লক্ষ ৮৪ হাজার টাকা। গত ১৫ বছরের প্রায় ১ কোটি ২ লক্ষ ২৬ হাজার টাকার হিসাব নেই। বছরের আয়-ব্যয়ের কোন হিসাব প্রকাশ করা হয় না। এছাড়াও মসজিদের জন্য জেলা পরিষদের বরাদ্দকৃত ১ লাখ ৫০ হাজার টাকা আত্নসাৎ করেছে সভাপতি নুরুল আবছার তালুকদার।


লিখিত বক্তব্য আরও বলা হয়, নুরুল আবছার নিজেকে মসজিদের জমিদাতা দাবি করলেও কোন ডকুমেন্ট দেখাতে পারেননি। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ৪ জনের একটি সার্চ কমিটি করে দিলেও ৩ সপ্তাহেও তিনি জমির দলিলাদি দেখাতে পারেননি। এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বিষয়টি জরুরিভাবে সমাধানের দাবিতে এই সাংবাদিক সম্মেলন করতে আমরা বাধ্য হয়েছি। তাই সকল প্রকার আইনি ঝামেলা এড়াতে প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।


‎এই বিষয়ে অভিযুক্ত নুরুল আবছার তালুকদার দৈনিক পূর্বকোণকে বলেন, আজকে আমার ছেলের আকদ অনুষ্ঠানে আমার ব্যস্ততার সুযোগে কিছু দুষ্ট প্রকৃতির লোক আমার বিরুদ্ধে এসব করছে। কোটি টাকা অর্থ আত্মাসাতের বিষয়ে জানতে চাইলে তিনি ব্যস্ত বলে ফোন রেখে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *