রাঙ্গুনিয়ায় প্রতারণা ও চুরির ঘটনা, পুলিশি ব্যবস্থা নিতে প্রস্তুত

রাঙ্গুনিয়া উপজেলার শান্তিরহাট থেকে পাহাড়তলী যাওয়ার পথে প্রতারণার শিকার হয়েছেন রুবি আক্তার (৩৫) নামে এক নারী। রোববার বিকালে কাপ্তাই সড়কের জিয়ানগর এলাকায় একটি সিএনজি অটোরিকশায় দুই প্রতারক যাত্রীকে সঙ্গে নিয়ে রুবি আক্তারকে লক্ষ্য করে নকল স্বর্ণের বার দেখিয়ে নগদ ৩৩ হাজার টাকা হাতিয়ে নেয়।

এ ঘটনায় রুবি আক্তারের স্বজন মো. মোরশেদ জানান, রুবি শান্তিরহাট থেকে একটি সিএনজি অটোরিকশায় ওঠেন। যাত্রার途中, জিয়ানগর এলাকায় পৌঁছানোর পর, দুই প্রতারক ব্যক্তি একটি ভ্যানেটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। গাড়ি থামিয়ে তারা ওই ব্যাগটি তুলে নেন এবং রুবিকে চিরকুট পড়তে বলেন। চিরকুট পড়ার পর তিনি বিভ্রান্ত হয়ে তাদের কথামতো কাজ করতে থাকেন এবং তারা নকল স্বর্ণের বার হাতে দিয়ে তার কাছে থাকা ৩৩ হাজার টাকা নিয়ে চলে যান।

এ ঘটনায় রুবি আক্তার সঠিকভাবে প্রতারণার শিকার হয়ে সর্বস্ব হারিয়েছেন। তার স্বজন জানায়, ওই টাকা তিনি একটি সমিতি থেকে ঋণ নিয়ে প্রবাসী সন্তানের জন্য জমা দিচ্ছিলেন, আর সেই টাকা অন্য ব্যাংকে জমা দিয়ে ঋণ নিতে যাচ্ছিলেন।

এই ধরনের ঘটনা প্রথম নয়, রাঙ্গুনিয়ার কাপ্তাই সড়কের জিয়ানগর এলাকায় দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র সাধারণ যাত্রীদের সর্বস্ব লুটে আসছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী চম্পাতলী এলাকায় প্রবাসী বেলালের গোয়ালঘর থেকে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। ২০ সেপ্টেম্বর রাতে সংঘবদ্ধ চোরের দল দুই লক্ষ টাকার গরু চুরি করে নিয়ে যায়। এই এলাকায় অপরাধ প্রবণতা বেড়েছে এবং সম্প্রতি অন্যান্য চুরি ও ডাকাতির ঘটনাও ঘটেছে। স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন এবং এলাকায় পুলিশি টহল জোরদার করার দাবি জানিয়েছেন।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, এসব অভিযোগের বিষয়ে কোনো মামলা না হলেও, পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *