রাঙ্গুনিয়ায় এসএসসি (ভোকেশনাল) প্রাক্তন ছাত্র- ছাত্রীদের পূর্ণমিলনী ও ২০বছর পূর্তি উদযাপন!

চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ায় রাঙ্গুনিয়া আর্দশ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি(ভোকেশনাল) প্রাক্তন ছাত্র- ছাত্রীদের পূর্ণমিলনী ও ২০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।

সকালে বিদ্যালয়ের হল রুমে প্রাক্তন শিক্ষার্থীদের পূণর্মিলনী উদযাপন পরিষদের আহবায়ক প্রকৌশলী রুবেল সিকদার সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী কেন্দ্রীয় আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।

সদস্য সচিব রাশেদুল ইসলাম ও আজগর হোসেন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন, রাঙ্গুনিয়া আর্দশ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ প্রফেসর সুমঙ্গল মুৎসুদ্দী,প্রধান বক্তা ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার আসলাম খাঁন,সংবর্ধিত অতিথি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য জাফর ছালেক সিকদার,সাবেক ভিপি সিরাজুল ইসলাম সিকদার,সাবেক ও বর্তমান শিক্ষক ফখরুল ইসলাম সিকদার,সায়েম সিকদার,রফিক আহমদ,খোরশেদ আলম,অমলেন্দু ধর,বিজয়গোপাল চক্রবর্তী, মাস্টার মুসলিম উদ্দীন,নাছির উদ্দীন,মীর ফজলুল করিম,মো. আবদুল্লাহ, আবদুল্লাহ আল হেলাল চৌধুরী,উজ্জ্বল মালাকার,মান্না বড়ুয়া,শাহে ইমরান রনি, চন্দন দত্ত,প্রবণ মালাকার, চৈতী বড়ুয়া, পৌরসভার কাউন্সিল ওমর তালুকদার, তারেকুল ইসলাম প্রমুখ।

প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ ওসমান গনী, মাসুদুর রহমান,মনিরুজ্জামান, আকবর হোসেন,ওমর ফারুক, সোহেল চৌধুরী, ওবায়দুল্লাহ, ভিপি সোহেল,আজগর হোসেন, কামরুল আলম মুন্না, সাইফুদ্দিন, হাছান, রাকিব প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *