ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ইসলামী ছাত্রশিবিরের অনুষ্ঠানে জামায়াতের যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শনের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও ছাত্র ফেডারেশন ঢাবি শাখা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
ছাত্রদল ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এক যৌথ বিবৃতিতে বলেন, ইসলামী ছাত্রশিবির তাদের প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়া রাজাকারদের ছবি ও ২০১৩ সালের শাহবাগ আন্দোলনে আওয়ামী ফ্যাসিবাদের সহযোগী সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছবি প্রকাশ করেছে। তারা বলেন, ঢাবি মুক্তিযুদ্ধ, গণঅভ্যুত্থান ও গণতান্ত্রিক আন্দোলনের একটি পবিত্র জায়গা এবং এখানে যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শন মুক্তিযুদ্ধের মর্যাদাকে হেয় করার চেষ্টা।
ছাত্র ফেডারেশন ঢাবি শাখার আহ্বায়ক আরমানুল হক ও সম্পাদক সাকিবুর রনি এক যৌথ বিবৃতিতে বলেন, ঢাবির পবিত্র ভূমিতে যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শন করে ইসলামী ছাত্রশিবির মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করেছে। তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকেও এই ধরনের কর্মকাণ্ডে সমর্থন দেওয়ার জন্য দায়ী করেছে এবং এর তীব্র প্রতিবাদ জানিয়েছে।