প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত যুগান্তকারী বাণিজ্য চুক্তিটি বাংলাদেশের জন্য এক বড় কূটনৈতিক সাফল্য। তিনি এই অর্জনের জন্য শুল্ক নিয়ে আলোচনায় যুক্ত সংশ্লিষ্টদের আন্তরিক অভিনন্দন জানান।
শুক্রবার (১ আগস্ট) দেওয়া প্রতিক্রিয়ায় ইউনূস জানান, শুল্ক হার ২০ শতাংশে নামিয়ে এনে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় আলোচকরা দৃঢ় প্রতিশ্রুতি ও কৌশলগত দক্ষতার পরিচয় দিয়েছেন।
তিনি আরও বলেন, আলোচকরা গত ফেব্রুয়ারি থেকে নিরবচ্ছিন্নভাবে কাজ করে গেছেন। তারা জটিল সব ইস্যু—যেমন শুল্ক, অশুল্ক বাধা এবং জাতীয় নিরাপত্তা—সতর্কভাবে উপস্থাপন করেছেন। চুক্তির ফলে বাংলাদেশের তুলনামূলক সুবিধা অক্ষুণ্ন থাকবে, যুক্তরাষ্ট্রের বিশাল বাজারে প্রবেশাধিকারে উন্নতি হবে এবং জাতীয় স্বার্থ দৃঢ়ভাবে সংরক্ষিত থাকবে।
ইউনূস বলেন, এই অর্জন শুধু আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান অবস্থানকেই তুলে ধরে না, বরং দেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। এটি প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে এবং টেকসই উন্নয়নের পথ প্রশস্ত করবে। তিনি বলেন, আজকের এই সাফল্য প্রমাণ করে যে, বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল এবং জাতি সাহস ও স্থিতিশীলতার সঙ্গে একটি শক্তিশালী অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে।