মেঘনায় উদ্ধার হওয়া লাশটি সাংবাদিক বিভুরঞ্জনের, নিশ্চিত করেছেন স্বজনেরা

মুন্সিগঞ্জের মেঘনা নদী থেকে উদ্ধার হওয়া লাশটি সাংবাদিক বিভুরঞ্জন সরকারের বলে নিশ্চিত করেছেন তাঁর পরিবারের সদস্যরা। আজ শুক্রবার রাত পৌনে নয়টার দিকে, বিভুরঞ্জনের ছেলে ঋত সরকার ও ভাই চিররঞ্জন সরকার মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে গিয়ে লাশটি শনাক্ত করেন।

বিভুরঞ্জন সরকার, যিনি দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক ছিলেন, গতকাল সকাল ১০টার দিকে ঢাকার সিদ্ধেশ্বরী থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। তাঁর নিখোঁজ হওয়ার বিষয়ে রাতে রমনা থানায় জিডি করেন তাঁর পরিবার।

আজ বিকেল পৌনে চারটার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বলাকির চর এলাকায় মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ সালেহ আহমেদ জানান, স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে ঘটনাস্থলে জানান। পরে পুলিশ লাশটি উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশের ছবি তুলতে এবং পরিবার থেকে পাওয়া ছবির সঙ্গে মেলানো পর, বিভুরঞ্জন সরকারের পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেন। বিভুরঞ্জনের ছেলে ঋত সরকার এবং ভাই চিররঞ্জন সরকার ঢাকার রমনা থানায় জিডি করার পর মুন্সিগঞ্জের উদ্দেশে রওনা দেন।

এদিকে, বিভুরঞ্জনের নিখোঁজ হওয়ার খবরের মধ্যে একটি অনলাইন সংবাদমাধ্যমে তাঁর লেখা ‘খোলা চিঠি’ প্রকাশিত হয়, যেখানে তিনি নিজের জীবনের হতাশা, পরিবার ও সাংবাদিকতার বিষয় নিয়ে কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *