মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের বাশীর আরাফাতের ঐতিহাসিক সাফল্য

বিশ্বের অন্যতম প্রাচীন ও সম্মানিত শিক্ষাপ্রতিষ্ঠান মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে দুর্দান্ত কৃতিত্ব অর্জন করেছেন বাংলাদেশের শিক্ষার্থী বাশীর আরাফাত। বিশ্ববিদ্যালয়ের থিওলজি অনুষদের হাদিস বিভাগ থেকে অনার্স সম্পন্ন করে তিনি ৫০টিরও বেশি দেশের শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পশ্চিম দেওয়ান নগর গ্রামে জন্মগ্রহণ করা বাশীর আরাফাত, হাটহাজারী দারুল উলুম মুইনুল ইসলাম মাদ্রাসা (হাটহাজারী বড় মাদ্রাসা) থেকে দাওরায়ে হাদিস শেষ করার পর ২০২১ সালে উচ্চশিক্ষার উদ্দেশ্যে মিশরে যান।

২০২৩ সালের ২৯ জুলাই প্রকাশিত ফলাফলে তার অসাধারণ সাফল্য জানা যায়। এ বিষয়ে আরাফাত বলেন, “আল্লাহর রহমত, শিক্ষকদের পরিশ্রম এবং সবার দোয়ায় আমি এই সাফল্য অর্জন করতে পেরেছি। ইনশাআল্লাহ, এখান থেকেই পিএইচডি করতে চাই।”

দেড় হাজার বছরের পুরোনো আল-আজহার বিশ্ববিদ্যালয় ইসলামী শিক্ষার একটি বিশ্বমানের কেন্দ্র হিসেবে পরিচিত, এবং এখান থেকে বহু পণ্ডিত, আলেম ও গবেষক ইসলামের জ্ঞান বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *