রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত শিক্ষার্থীদের স্মরণে স্মারকলিপি প্রদান করতে না পারার ঘটনায় ব্যাখ্যা দিয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।
আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা জানান, রোববার দুপুরে নিহতদের পরিবারের কয়েকজন সদস্য কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিতে চেয়েছিলেন। অধ্যক্ষ তা গ্রহণে সম্মত হলেও সেসময় প্রতিষ্ঠানটির নিয়মিত শিক্ষা কার্যক্রম চলায় অভিভাবকদের প্রতিনিধির মাধ্যমে স্মারকলিপি দেওয়ার অনুরোধ করা হয়।
তবে তিন-চারজন অভিভাবক নিয়ম না মেনে জোরপূর্বক মূল ফটক দিয়ে প্রবেশের চেষ্টা করেন, এতে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরে তাঁরা একাডেমিক ভবনের একটি সেমিনার কক্ষে প্রবেশ করেন, যেখানে কলেজের একজন উপাধ্যক্ষ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। কিন্তু স্মারকলিপি না দিয়েই তাঁরা স্থান ত্যাগ করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিহতদের অভিভাবকেরা সাংবাদিকদের সঙ্গে নিয়ে কলেজ প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করেন, তবে নিরাপত্তাজনিত কারণে তাদের অনুরোধে সাড়া দেওয়া হয়নি। মাইলস্টোন কর্তৃপক্ষ জানিয়েছে, দিয়াবাড়ি ক্যাম্পাসে আবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান অগ্রাধিকার। অতিরিক্ত জনসমাগমের মাধ্যমে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় সতর্কতা অবলম্বন করা হয়েছে।
কর্তৃপক্ষ দাবি করেছে, শিক্ষা কার্যক্রম ব্যাহত না করে সকল পক্ষের সহযোগিতায় পরিস্থিতি সুষ্ঠুভাবে পরিচালনা করাই ছিল তাদের উদ্দেশ্য।