ময়মনসিংহে অননুমোদিত ক্লিনিকে র‌্যাবের অভিযান, ৭ লাখ টাকা জরিমানা

ময়মনসিংহে অনুমোদনহীন প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে র‌্যাব।

বুধবার (১৩ আগস্ট) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশে গড়ে ওঠা এসব প্রতিষ্ঠানগুলোতে সকাল ১১টা থেকে শুরু হয় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, যা বিকেল ৫টা পর্যন্ত চলে। অভিযানে অনুমোদন ছাড়া চিকিৎসা সেবা দেয়ার জন্য পল্লীকল্যাণ প্রাইভেট হাসপাতালকে ২ লাখ, সাকসেস ল্যাব অ্যান্ড প্রাইভেট লিমিটেডকে ১ লাখ, রুম্পা নার্সিং হোমকে ২ লাখ এবং সিরাম হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। মোট ৭ লাখ ১০ হাজার টাকার জরিমানা ছাড়াও এসব ক্লিনিক বন্ধ করে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে ক্লিনিক মালিক ও দালালসহ ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডও দেওয়া হয়েছে।

অভিযানটির নেতৃত্ব দেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ, এবং এ সময় র‌্যাব-১৪ এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *