মব’ তৈরি করে সাবেক সিইসি নূরুল হুদাকে হেনস্তা, স্বেচ্ছাসেবক দলের নেতা কারাগারে

মব’ তৈরি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে হেনস্তার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রাজধানীর উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. হানিফকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ মঙ্গলবার এ আদেশ দেন।এর আগে উত্তরা পশ্চিম থানায় করা মামলায় হানিফকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত হানিফকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ বলছে, ‘মব’ তৈরি করে নূরুল হুদাকে হেনস্তার ঘটনায় ফরিদ হোসেন নেতৃত্ব দিয়েছেন। ভিডিও ফুটেজ ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ফরিদসহ ছয়জনকে শনাক্ত করেছে পুলিশ। তাঁরা সবাই ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। গতকাল সোমবার রাতে হানিফ মিয়াকে সেনাবাহিনী আটক করে উত্তরা পশ্চিম থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।নূরুল হুদাকে হেনস্তার ঘটনায় আজ মঙ্গলবার বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করে পুলিশ। মামলায় ফরিদসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদেরও আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, মামলায় এজাহারভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন স্বেচ্ছাসেবক দলের তুরাগ থানার সভাপতি দুলাল, উত্তরা পশ্চিম থানার আহ্বায়ক সেলিম, উত্তরা পূর্ব থানার যুগ্ম আহ্বায়ক কাইয়ুম এবং দলের কর্মী মুজাম্মেল হোসেন ঢালী। ভিডিওতে দেখা গেছে, নূরুল হুদাকে জুতা দিয়ে মারছিলেন মুজাম্মেল হোসেন ঢালী।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, মামলায় কে এম নূরুল হুদাকে জুতা দিয়ে মারধর, তাঁর মানহানি এবং বাসায় অনধিকার প্রবেশের অভিযোগ আনা হয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়া নূরুল হুদার বাসায় অনধিকার প্রবেশ করে মব তৈরি করা হয়েছিল। মামলার এজাহারে এসব বিষয় উল্লেখ করা হয়েছে। যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা সবাই ঘটনাস্থলে ছিলেন।গত রোববার রাজধানীর উত্তরার বাসায় ঢুকে একদল লোক নূরুল হুদাকে বের করে আনেন। পরে জুতার মালা পরিয়ে হেনস্তা করে পুলিশে সোপর্দ করেন। ভিডিও ফুটেজে দেখা গেছে, ঘটনার সময় সেখানে পুলিশও উপস্থিত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *