ভোটের মাঠে ৮ দিন আইনশৃঙ্খলা বাহিনী রাখার প্রস্তাব ইসিকে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আট দিন আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব এসেছে নির্বাচন কমিশনের প্রস্তুতি বৈঠকে।

সোমবার (২০ অক্টোবর) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে প্রস্তুতি বৈঠকের পর নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, ইসির এবার ভোটে ৫ দিন আইন শৃঙ্খলা বাহিনী রাখার পরিকল্পনা ছিল। আজ বৈঠকে ৮ দিন রাখার প্রস্তাব এসেছে। এটা পরীক্ষা নিরীক্ষা করা হবে।

সচিব জানান, ইসির পরিকল্পনা ছিল, ভোটের আগে তিন দিন, ভোটের দিন এবং ভোটের পরে মাঠে থাকবেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আসছে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে, রোজার আগে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে। তার আগে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করবে ইসি।

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন বৈঠকে। স্বরাষ্ট্র সচিব, ইসি সচিবসহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরাও আলোচনায় অংশ নেন।

সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনেও ৮ দিনের জন্য মাঠে নেমেছিল সশস্ত্র বাহিনী। তবে যাতায়াতের জন্য আরো পাঁচ দিন সময় নিয়েছিল।

একাদশ সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে ছিল ১০ দিন।

এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ভোটের ‘সুষ্ঠু পরিবেশ’ রয়েছে, বৈঠকে কোনো শঙ্কার কথা আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *