ভাঙচুর ও হামলার অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের

চট্টগ্রাম কোতোয়ালী থানার জে এম সেন হল সংলগ্ন এলাকায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের অফিসে ভাঙচুর, সম্পত্তি নষ্ট এবং নারীর ওপর হামলার ঘটনায় বহিষ্কৃত চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পালসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৩ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিকের আদালতে মামলাটি দায়ের করেন দ্বীপতি দাশ (দিপ্তী দাশ)।

মামলার অপর আসামিরা হলেন বিপ্লব চৌধুরী, বাপ্পী দে, মিটন রবি দাস, মিঠুন বৈষ্ণব, সুকান্ত তালুকদার জুয়েল, অপু চৌধুরী আকাশ, সুব্রত আইচ, মিঠুন আচার্য্য, সঞ্জয় চক্রবর্তী মানিক, দোলন কুমার দেব, উত্তম ধর এবং মিথুন কান্তি দাশ।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজল কান্তি দে বাংলানিউজকে জানান, আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মেট্রো ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ৩০ জুন জে এম সেন হল সংলগ্ন জন্মাষ্টমী উদযাপন পরিষদের অফিসে একদল লোক জোরপূর্বক প্রবেশ করে এবং অফিসের সম্পত্তি নষ্ট করে। এ সময় একজন নারীকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *